ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

শিগগিরই নেইমার বিশ্বসেরা হবে: কার্লোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
শিগগিরই নেইমার বিশ্বসেরা হবে: কার্লোস কার্লোস ও নেইমার/ছবি: সংগৃহীত

গ্রীষ্মের দলবদলের বাজার শুরু হওয়ার আগে থেকেই বার্সেলোনায় ফিরতে চেয়েছিলেন নেইমার জুনিয়র। কিন্তু অনেক নাটকের পর শেষ পর্যন্ত পিএসজিতেই থেকে গেছেন তিনি। তবে ব্রাজিলিয়ান কিংবদন্তি রবার্তো কার্লোস অবশ্য মনে করেন, নেইমার রিয়াল মাদ্রিদে গেলেই ভালো হতো। যদিও তার ধারণা, পিএসজিতে থেকেই বিশ্বসেরা হবেন তার স্বদেশী ফরোয়ার্ড।

বার্সেলোনা ছাড়াও নেইমারকে কেনার আগ্রহ দেখিয়েছিল রিয়াল মাদ্রিদ। একবার প্রস্তাবও দিয়েছিল স্প্যানিশ জায়ান্টরা।

কিন্তু নেইমার নিজেই রিয়ালে যেতে রাজি হননি। এর পেছনে হয়ত বার্সার প্রতি তার টান আর মেসি-সুয়ারেসদের সঙ্গে বন্ধুত্ব বড় নিয়ামক হিসেবে কাজ করেছে। তবে কার্লোসের মতে, রিয়ালের জার্সিকে না করা সহজ নয়।

সাবেক রিয়াল মাদ্রিদ ও ব্রাজিলিয়ান তারকা বলেন, ‘যে কোনো খেলোয়াড় রিয়াল মাদ্রিদের জার্সি পরতে চাইবে। কিন্তু নেইমারের গল্প শেষ। সে প্যারিসে সুখেই আছে এবং সে খুব শিগগিরই বিশ্বসেরা হবে। ’

তবে নেইমারকে নিয়ে রিয়ালের আগ্রহের পেছনেও কিন্তু কার্লোসই ছিলেন পরোক্ষ ভূমিকায়। ক্লাবের অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর এই সুবাদে স্বদেশী তারকা নেইমারকে কেনার জন্য রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজকে উৎসাহ দিয়েছিলেন তিনিই।  

কেন নেইমারকে কেনার জন্য আগ্রহ দেখিয়েছিল রিয়াল তার ব্যাখ্যায় কার্লোস বলেন, ‘নেইমার অনবদ্য খেলোয়াড়, যার সামর্থ্য অবিশ্বাস্য। তার মতো ফুটবলার শুধু রিয়াল কেন, বিশ্বের সব সেরা ক্লাবই কিনতে চাইবে। ’

নেইমারকে বিশ্বের সেরা চারের একজন বলে মনে করেন কার্লোস, ‘লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো, নেইমার ও কিলিয়ান এমবাপ্পে- নিঃসন্দেহে বিশ্বের সেরা চার। ’

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।