ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রথম জয়ে কোয়ার্টারের আশা বাঁচাল মোহামেডান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
প্রথম জয়ে কোয়ার্টারের আশা বাঁচাল মোহামেডান ফাইল ফটো

চলমান ফেডারেশন কাপে প্রথম জয়ের দেখা পেল মোহামেডান স্পোর্টিং ক্লাব। উত্তর বারিধারা ক্লাবকে ১-০ গোলে হারিয়েছে ঐতিহ্যবাহী সাদা-কালোরা। আর এ জয়ে কোয়ার্টার ফাইনালের আশাও বাঁচিয়ে রাখল দলটি।

শনিবার (২৮ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে উত্তর বারিধারার মুখোমুখি হয় মোহামেডান।

এদিন ম্যাচে শুরুতেই অবশ্য এগিয়ে যায় মোহামেডান।

অষ্টম মিনিটে সুলেমানে দিয়াবাতের গোলে লিড পায় দলটি। উত্তর বারিধারার ফুটবলারের ভুলে গোলরক্ষককে পরাস্ত করে গোলটি করেন এই মালির ফরোয়ার্ড। আর শেষ পর্যন্ত এই গোলটিই জয় এনে দেয় মোহামেডানকে।

এই আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সঙ্গে ড্র করে মোহামেডান। আর এই জয়ে ৫ পয়েন্ট নিয়ে কোয়ার্টারে খেলার আশা জিইয়ে রাখলো। শেখ রাসেল ও মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৪ করে। তবে টানা তিন হারে এ প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো উত্তর বারিধারা।  

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।