ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

পেলেগ্রিনিকে বরখাস্ত করলো ওয়েস্ট হ্যাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
পেলেগ্রিনিকে বরখাস্ত করলো ওয়েস্ট হ্যাম পেলেগ্রিনিকে বরখাস্ত করলো ওয়েস্ট হ্যাম

দলের বাজে পারফরম্যান্সে কারণে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে বরখাস্ত করলো ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের সর্বশেষ ম্যাচে হ্যামার্স খ্যাত দলটি লেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে হারে। ফলে লিগের অবনমন অঞ্চল থেকে মাত্র এক পয়েন্ট দূরে রয়েছে তারা।

ওয়েস্ট হ্যামের চেয়ারম্যান ডেভিড সুলিভান এক বিবৃতিতে বলেন, ‘এমন সিদ্ধান্ত নিতে আমরা হতাশ হয়েছি। ম্যানুয়েল একজন ভালো মানুষ এবং তার মতো শক্তিশালী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত।

শীর্ষ লিগে পেলেগ্রিনির অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে ওয়েস্ট হ্যাম। যার ফলে ২০ দলের এই টুর্নামেন্টে ১৭তমস্থানে নেমে এসেছে তারা। আর তার কোচিংয়ে ৬৪ ম্যাচে ২৩টিতে জয় পেয়েছে।

এদিকে পেলেগ্রিনি পরবর্তী ডেভিড ময়েসকে কোচ হিসেবে ফিরিয়ে আনতে পারে ওয়েস্ট হ্যাম। যেখানে এই স্কটিশের সঙ্গে ১৮ মাসের চুক্তি হতে পারে। এর আগে ২০১৭-১৮ মৌসুমে হ্যামার্সদের কোচ ছিলেন ময়েস।

বাংলাদেশ সময়: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৯
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।