ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফের পয়েন্ট হারালো ইন্টার মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ফের পয়েন্ট হারালো ইন্টার মিলান

সিরি’আ লিগে টানা দ্বিতীয় ম্যাচে পয়েন্ট হারিয়েছে ইন্টার মিলান। এগিয়ে গিয়েও লেচ্চের মাঠে ১-১ ব্যবধানে ড্র করেছে নেরাজ্জুরিরা। 

ম্যাচের শুরু থেকে বলের দখল নিয়ে একের পর এক আক্রমণে ওঠে আন্তনিও কন্তের দল। কিন্তু কোনোভাবেই লেচ্চের রক্ষণদেয়াল ভাঙতে পারছিলেন না লওতারো মার্তিনেজ-রোমেলু লুকাকোরা।

শেষ পযর্ন্ত গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

দ্বিতীয়ার্ধেও ইন্টারের সামনে দেয়াল তুলেছিল লেচ্চে। তবে ৭১ মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় কন্তের শিষ্যরা। ইতালিয়ান ডিফেন্ডার ক্রিশ্চিয়ানো বিরাগচির পাস থেকে নেরাজ্জুরিদের এগিয়ে দেন আরেক ইতালিয়ান ডিফেন্ডার আলেসান্দ্রো বাস্তোনি।  

কিন্তু ব্যবধানটা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ইন্টার। ৭৮ মিনিটে মার্কো মানকসোর গোলে সমতায় ফেরে লেচ্চে। বাকি সময়ে গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালালেও আর গোলের দেখা পায়নি কন্তের দল। দু’দল মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে।  

তিন পয়েন্ট পেলে জুভেন্টাসকে টপকে সিরি’আ লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠতে পারতো ইন্টার। তবে ড্র করলেও আগের দ্বিতীয় স্থান ধরে রেখেছে তারা। ২০ ম্যাচে নেরাজ্জুরিদের পয়েন্ট ৪৭।  

বাংলাদেশ সময়: ০০৩৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।