ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গ্রেপ্তার রোনালদিনহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, মার্চ ৫, ২০২০
জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গ্রেপ্তার রোনালদিনহো জাল পাসপোর্ট নিয়ে প্যারাগুয়েতে গ্রেপ্তার রোনালদিনহো

প্যারাগুয়েতে প্রবেশের সময় জাল পাসপোর্ট ও ভুয়া কাগজপত্র ব্যবহার করায় গ্রেপ্তার করা হয়েছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহোকে। প্যারাগুয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এজন্য ভাই রবার্তোর সঙ্গে রোনালদিনহোকে রিসোর্ট ইয়ট ও গলফ ক্লাবে যেতে দেওয়া হয়নি।

স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, রোনালদিনহো যেই হোটেলে উঠেছিলেন, সেখানে মন্ত্রণালয় দেশটির পুলিশ বিভাগের সহায়তা তার প্রেসিডেনশিয়াল স্যুটে তল্লাশি চালিয়েছিল। তিনি ও তার ভাইয়ের পাসপোর্টে নাম ঠিক থাকলেও জাতীয়তার নাম দেওয়া রয়েছে প্যারাগুইয়ান।

প্যারাগুইয়ান পুলিশের এক বিবৃতিতে জানানো হয়, প্যারাগুয়ের একটি ক্যাসিনো মালিক নেলসন বেলোত্তির আমন্ত্রণে রোনালদিনহো ও তার ভাই দেশটিতে আসেন। যেখানে বিশ্বকাপজয়ী এই তারকার কাছে বর্তমানে ব্রাজিলের পাসপোর্ট নেই।

রোনালদিনহো ২০১৮ সালের নভেম্বরের পর থেকে নিজের ব্রাজিলিয়ান পাসপোর্ট হারিয়েছেন। ব্রাজিলের লেক গুয়াইবাতে অনুমতি ছাড়া একটি চিনির কল বানানোয় তাকে ২৩ লাখ ডলার জরিমানা করা হয়েছিল এবং জরিমানা দিতে না পারায় তার পাসপোর্ট জব্দ করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, মার্চ ০৫, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।