ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

সাতক্ষীরায় ১৩তম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেটের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
সাতক্ষীরায় ১৩তম বঙ্গবন্ধু গোল্ডকাপ ক্রিকেটের উদ্বোধন

সাতক্ষীরা: সাতক্ষীরায় জাকজমকপূর্ণ আয়োজনে মাঠে গড়ালো ১৩তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০।

বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক মুজিব বর্ষ উপলক্ষে জেলা আওয়ামী লীগ আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মুনসুর আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জাতীয় দলের ক্রিকেটার মো. রুবেল হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আসাদুজ্জামান বাবু প্রমুখ।

টুর্নামেন্টের উদ্বোধনী দিনে প্রীতি ম্যাচে শেখ রাসেল ক্লাব ও সাতক্ষীরা একাদশ পরস্পরের মুখোমুখি হয়েছে।

এছাড়া টুর্নামেন্টের মূল প্রতিদ্বন্দ্বিতা শুরু হবে ১৩ মার্চ। সেই দিন সকাল ৯টায় শেখ রাসেল ক্রীড়া চক্র ও গণমুখী সংঘ, ১৪ মার্চ ইউনুস আলী স্মৃতি সংসদ ও যশোরের ম্যাগপাই ক্লাব, ১৫ মার্চ ইউনাইটেড ক্রিকেট ক্লাব ও খুলনার বয়রার তরুণ সংঘ এবং ১৬ মার্চ ইয়াং বলাকা ক্রীড়া চক্র ও টাউন স্পোর্টিং ক্লাব পরস্পরের মুখোমুখি হবে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।