ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এবার করোনাভাইরাস আক্রান্ত হলেন চেলসি ফরোয়ার্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
এবার করোনাভাইরাস আক্রান্ত হলেন চেলসি ফরোয়ার্ড কলাম হাডসন-ওডোই

একের পর এক দুঃসংবাদ শোনা যাচ্ছে ফুটবল বিশ্বে। শুরুটা জুভেন্টাসের ইতিলিয়ান সেন্টার-ব্যাক দেনিয়েল রুগানিকে দিয়ে। ক্রিশ্চিয়ানো রোনালদোর সতীর্থের করোনাভাইরাস আক্রান্তের ঘটনায় উদগ্রীব হয়ে ওঠেন ক্রীড়াঙ্গনের তারকারা। 

সেই আঘাত কাটতে কাটতেই করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ হোন আর্সেনাল কোচ মাইকেল আর্তেতা। এবার কয়েক ঘণ্টার ব্যবধানে করোনাভাইরাস পজিটিভ হয়েছেন চেলসির ইংলিশ ফরোয়ার্ড কলাম হাডসন-ওডোই।

 

সোমবার (০৯ মার্চ) বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয় ওডোইয়ের শরীরে। এরপর ক্লাব থেকে দূরে থাকেন তিনি। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে মেডিক্যাল রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।  

শুক্রবার (১৩ মার্চ) সকালে চেলসি তাদের এক বিবৃতিতে জানায়, ‘সন্ধ্যায় চেলসি পুরুষ দলের খেলোয়াড় কলাম হাডসন-ওডোইয়ের করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। ’ 

১৯ বছর বয়সী তারকার করোনাভাইরাস আক্রান্ত হওয়ায় চেলসির পুরো স্কোয়াড স্বেচ্ছা-আইসোলেশনে আছে।  

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, মার্চ ১৩, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।