ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনায় স্পেনে মারা গেলেন তরুণ ফুটবল কোচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
করোনায় স্পেনে মারা গেলেন তরুণ ফুটবল কোচ কোচ গার্সিয়ার ছবি পোস্ট করে ক্লাব পোর্তাদা আল্টার শোক জ্ঞাপন

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে স্পেনে মৃতুবরণ করেছেন ফ্রান্সিসকো গার্সিয়া নামের এক ২১ বছর বয়সী ফুটবল কোচ। তিনি ২০১৬ সাল থেকে মালাগা ভিত্তিক ফুটবল ক্লাব অ্যাতলেটিকো পোর্তাদা আল্টার জুনিয়র দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তরুণ কোচের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছে ক্লাবটি। নিজেদের অফিসিয়াল ফেসবুকে গার্সিয়ার ছবি পোস্ট করে স্প্যানিশ ভাষায় শোক জ্ঞাপন করেছে পোর্তাদা আল্টা।

 

শরীরে করোনা ভাইরাসের বিভিন্ন লক্ষণ দেখা দেওয়ার পর গার্সিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। বয়স কম হওয়ায় তার দ্রুত সুস্থ হওয়ার কথায় ভেবেছিল সবাই। কিন্তু হাসপাতালে আনার পর জানা যায়, তিনি কোভিড-১৯ পজিটিভ হওয়ার পাশাপাশি লিউকোমিয়ায়ও আক্রান্ত। এরপর চিকিৎসকদের চেষ্টা সত্বেও জীবনকে বিদায় জানান গার্সিয়া।  

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে ইতোমধ্যে স্পেনে প্রায় ৩০০ জন লোক প্রাণ হারিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।