ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

এএফসিতে স্থগিত বসুন্ধরা কিংসদের খেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এএফসিতে স্থগিত বসুন্ধরা কিংসদের খেলা বসুন্ধরা কিংস

করোনাভাইরাসের কারণে বিশ্বের প্রায় সকল ক্রীড়া আসরই বন্ধ হয়ে গেছে। বাদ বাকি টুর্নামেন্টগুলোও একে একে আপাতত বন্ধের সিদ্ধান্ত জানাচ্ছে। এবার এএফসি কাপের ম্যাচ স্থগিত হওয়ার ঘোষণা দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। এশিয়ান ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই আসরের পরবর্তী সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে এএফসি।

এর আগে গত ১০ মার্চ আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ বাছাইপর্বের সকল ম্যাচ স্থগিত ঘোষণা করে ফিফ। একই দিন ফিফা ও এএফসি এশিয়ান কাপের যৌথ বাছাইপর্বের ম্যাচও স্থগিত করার ঘোষণা দেয়।

এএফসি কাপের ৯টি ম্যাচ গত ১১ মার্চ অনুষ্ঠিত হয়। যেখানে ঢাকায় খেলতে আসা মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাবকে ৫-১ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ থেকে একমাত্র দল হিসেবে এএফসিতে খেলা বসুন্ধরা কিংস। কিংসের আর্জেন্টাইন স্ট্রাইকার ও লিওনেল মেসির সাবেক সতীর্থ হার্নান বার্কোস হ্যাটট্রিকসহ ৪ গোল করেন।

আসরের দ্বিতীয় পর্বের ম্যাচগুলো ১৪ এপ্রিল হওয়ার কথা ছিল । তবে এবার সেগুলোও স্থগিত করা হলো।

বাংলাদেশ সময়: ১৮১৬ ঘণ্টা, মার্চ ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।