ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা: ৩০ হাজার লোককে বিনামূল্যে খাবার দিচ্ছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
করোনা: ৩০ হাজার লোককে বিনামূল্যে খাবার দিচ্ছে আর্সেনাল আর্সেনাল

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের পরিকল্পনা হিসেবে স্থানীয় জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিত জনগণকে স্যানিটারি এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধির উপকরণ-সহ ৩০ হাজার লোককে বিনামূল্যে খাবার দেওয়ার ঘোষণা দিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল। 

উত্তর লন্ডনের ক্লাবটি এর আগে প্রতিশ্রুতি দিয়েছিল করোনা মোকাবিলায় স্থানীয় সংস্থাগুলোকে ১ লাখ পাউন্ড (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৫৪ হাজার টাকা) দেওয়ার। এছাড়া তারা কোভিড-১৯ বিপক্ষে তহবিলে আরও ৫০ হাজার পাউন্ড ((বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫২ লাখ ৭০ হাজার টাকা) দিচ্ছে।

 

আর্সেনাল এক বিবৃতিতে জানিয়েছে, ‘এই চ্যালেঞ্জিং সময়ে লন্ডনের অধিবাসীদের সহায়তা করতে পারায় আমরা খুব গর্বিত। ’ 

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।