ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনুশীলনের জন্য ক্লাবগুলোকে অনুমতি দিল লা লিগা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
অনুশীলনের জন্য ক্লাবগুলোকে অনুমতি দিল লা লিগা ছবি:সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে পুরো বিশ্বেই থমথমে অবস্থা। স্থগিত রয়েছে সকল ধরনের খেলা। এরই ন্যায় স্পেনের সব বিভাগের ফুটবলও বন্ধ রয়েছে দেড় মাস ওপর হতে চললো। তবে ভালো খবর দেশটিতে মৃত্যুর হার কমতে শুরু করেছে। কিন্তু তাই বলে এখনই খেলা শুরু করে দিচ্ছে না ক্লাবগুলো। তবে স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ লিগের দলগুলোকে অনুশীলনের জন্য অনুমতি দিয়েছে লা লিগা ও স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। স্প্যানিশ ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল (সিএসডি) এক ঘোষণা মাধ্যমে ব্যাপারটি জানায়।

কোভিড-১৯ এর প্রভাবে গত ১২ মার্চ থেকে স্প্যানিশ শীর্ষ পর্যায়ের ফুটবল স্থগিত রয়েছে। যেখানে শুধু স্পেনেই করোনা আক্রান্ত হয়ে প্রায় ২১ হাজারের মতো মানুষ মারা গেছে।

এটি সর্বোচ্চের তালিকায় যুক্তরাষ্ট্র ও ইতালির পরেই অবস্থান করছে।

নতুন ঘোষণা ব্যাপারে সিএসডি এক বিবৃতিতে জানায়, করোনা ভাইরাসের পরিস্থিতির উন্নতি বিবেচনা করেই অনুশীলনে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। তবে কঠোর নিয়মের মধ্যে অনুশীলন সেশন চলবে।

এদিকে আগামী জুনে ২০১৯-২০ মৌসুম আবারও শুরু করার ইঙ্গিত দেওয়া হচ্ছে। কিন্তু মূল অনুশীলন সেশন বা ম্যাচ ঠিক কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, এপ্রিল ২১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।