ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

করোনা: এবার ৩ টন খাবার দান করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
করোনা: এবার ৩ টন খাবার দান করলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুস গ্যাব্রিয়েল জেসুস

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সময় ইংলিশ প্রিমিয়ার লিগের ব্রাজিলিয়ান তারকারা একজনের পর একজন সাহায্য পাঠাচ্ছেন নিজ দেশে। এবার সেই অভিযানে সামিল হলেন ম্যানচেস্টার সিটির সেলেকাও ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস। 

বুধবার (২২ এপ্রিল) রাতে ব্রাজিলের ফেবালাসের অধিবাসীদের জন্য তিন টন খাবার দান করেছেন ২৩ বছর বয়সী সিটিজেন তারকা।  

করোনা সংকটের সময় চ্যারিটিতে অংশ নেওয়া এবারই প্রথম নয় জেসুসের জন্য।

দুই সপ্তাহ আগে যেখানে তিনি বেড়ে ওঠেছিলেন সেই জার্দিম পেরির প্রতিবেশিদের জন্য ৪০০ খাবারের ঝুড়ি প্রেরণ করেন জেসুস।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।