ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

টিটো ভিলানোভাকে ছাড়া বার্সেলোনা ৬ বছর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
টিটো ভিলানোভাকে ছাড়া বার্সেলোনা ৬ বছর কোচ ভিলানোভাকে স্মরণ করছে বার্সা: ছবি-সংগৃহীত

২৫ এপ্রিল, ২০১৪। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমান কোচ টিটো ভিলানোভা। গত শনিবার (২৫ এপ্রিল) ছিল সাবেক বার্সেলোনার স্প্যানিশ কোচের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী।  

খারাপ খবরটা যে কোনো সময় শুনতে হবে তা জানতেন কাতালানরা। কিন্তু তার জন্য প্রস্তুত ছিলেন না কেউ।

অবশেষে টানা দুই বছর ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করে ৪৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ক্যাম্প ন্যু ইতিহাসের অন্যতম সফল কোচ।  

অথচ কেবল ২০১২/১৩ মৌসুম বার্সার মূল দলের কোচের দায়িত্বে ছিলেন ভিলানোভা। প্রথম মৌসুমেই কাতালানদের স্প্যানিশ ট্রেবল জেতান তিনি। এছাড়া ভিলানোভার অধীনে প্রথম স্প্যানিশ ক্লাব হিসেবে এক মৌসুমে ছয়টি শিরোপা জিতে জাভি-ইনিয়েস্তা-মেসিরা।  

ভিলানোভা বেড়ে ওঠেছিলেন বার্সেলোনার যুব প্রকল্পে। অবশ্য পেশাদারি খেলোয়াড়ি জীবনে তেমন সাফল্য পাননি তিনি। খেলেছেন বার্সেলোনার বি দল, সেল্তা ভিগো মায়োর্কো ও এলচে’তে। এরপর বুটজোড়া তুলে রেখে নেমে পড়েন কোচিংয়ে। শুরুটা হয় স্পেনের চতুর্থ লীগের দল এফসি প্যালাফ্রুগেলের কোচ হিসেবে।  

এরপর তেরেসা এফসি’তে টেকনিক্যাল কোচ হিসেবে কাজ করার পর তিনি দলে পেপ গার্দিওলার অধীনে বার্সেলোনার বি দলের সহকারি কোচ হিসেবে দায়িত্ব শুরু করেন। দীর্ঘদিন সেই দায়িত্ব পালন করেন তিনি। এরইমধ্যে ফ্রাঙ্ক রাইকার্ডের পরিবর্তে বার্সার মূল দলের দায়িত্ব নেন গার্দিওলা।  

২০১২ সালে পেপ ক্যাম্প ন্যু ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার পর কাতালানলের মূল দলের দায়িত্ব দেওয়া হয় ভিলানোভাকে। আর প্রথম মৌসুমেই নিজের জাত চেনান তিনি। কিন্তু দুর্ভাগ্য, অচিরেই তাকে হারিয়ে ফেলে ফুটবল বিশ্ব।

বার্সার দায়িত্ব নেওয়ার আগেই ভিলানোভার শরীরে ক্যান্সারের উপসর্গ দেখা দেয়। অস্ত্রোপাচারও করেছিলেন। প্রধান কোচ হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম ক্রিসমাস পালনের আগে থামতে হয় ভিলানোভাকে।  

ক্যাম্প ন্যুয়ের তখনকার অধিনায়ক কার্লোস পুয়োল, জাভি হার্নান্দেজ, আন্দ্রেস ইনিয়েস্তা, ভিক্তর ভালদেসরা বৈঠকে বসেন ক্লাব সভাপতি সান্দ্রো রাসেল এবং আন্দোনি জুবিজারেত্তার সঙ্গে। তখন সিদ্ধান্ত নেওয়া হয়, অসুস্থ ভিলানোভার পরিবর্তে সাময়িকভাবে জর্দি রৌরাকে কোচের দায়িত্ব দেওয়ার।  

২০১৩ সালের ২ এপ্রিল পুনরায় ফিরে আসেন ভিলানোভা। সেবার স্পেনের সেরা কোচ স্প্যানিশ জনপ্রিয় ক্রীড়া মাধ্যম মার্কার শিরোপা জিতেনে তিনি। কিন্তু এরপরও অসুস্থতায় বেঞ্চে বসে থাকায় কষ্টদায়ক হয়ে পড়ে ভিলানোভার জন্য। তার পরিবর্তে কাতালানদের প্রধান কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় টাটা মার্তিনোকে।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।