ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

স্মৃতিময় সেই জার্সি নিলামে তুলবেন আলফাজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০২০
স্মৃতিময় সেই জার্সি নিলামে তুলবেন আলফাজ স্মৃতিময় সেই জার্সি হাতে আলফাজ/বাফুফের ফেসবুক পেজ থেকে সংগৃহীত

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলছে অঘোষিত লকডাউন। এতে বিপাকে পড়েছেন বহু মানুষ। এ অবস্থায় ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াচ্ছেন অনেকেই। বাদ যাননি ক্রীড়া তারকারাও। এই তালিকায় এবার যোগ দিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ। 

করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নিজের সবচেয়ে স্মৃতিময় জার্সিটি নিলামে তোলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার আলফাজ। রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করেছে।

 

নিলামের জন্য বাছাই করা ওই জার্সি পরেই আলফাজ ১৯৯৯ সাফ ফুটবলের ফাইনালে মাঠে নেমেছিলেন। ওই ম্যাচে তার করা একমাত্র গোলেই সেবার সাফ ফুটবলের শিরোপা ঘরে তুলেছিল বাংলাদেশ। স্বাভাবিকভাবেই জার্সিটির সঙ্গে তার অনেক সুখস্মৃতি জড়িয়ে  আছেন। এমন এক স্মৃতিময় জার্সি এবার নিলামে তুলবেন বলে ঠিক করেছেন সাবেক এই স্ট্রাইকার।

১৯৯৫ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলেছেন আলফাজ। ১৩ বছরের ফুটবল ক্যারিয়ারে আলফাজ ৪টি শিরোপা জিতেছেন। তার মোট গোল সংখ্যা ১০৯টি।  

এদিকে দেশের ফুটবল কিংবদন্তি মোনেম মুন্নার জার্সিও নিলামে উঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মিয়ানমারে অনুষ্ঠিত চার জাতির আসরে মুন্না যে জার্সি পড়ে খেলেছিলেন, সেই স্মৃতিময় জার্সিই নিলামে তুলে অসহায়দের জন্য অর্থ সংগ্রহের কথা জানিয়েছেন তার স্ত্রী সুরভী মোনেম। এছাড়া বাংলাদেশের সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান বাবু তার রেফারির জার্সি নিলামে তুলেছেন করোনায় ক্ষতিগ্রস্থদের সহায়তার জন্য।

এর আগে করোনায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে নিজের প্রিয় ব্যাট নিলামে তুলেছিলেন সাকিব আল হাসান। এই ব্যাট দিয়েই ২০১৯ বিশ্বকাপে একের একের পর এক কীর্তি গড়েছেন তিনি। নিলামে ব্যাটটি ২০ লাখ টাকায় বিক্রি হয়, যার পুরোটাই সাকিবের ফাউন্ডেশনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের জন্য ব্যয় করা হবে।  

সাকিব ছাড়াও মুশফিকুর রহিম এবং মোহাম্মদ আশরাফুলসহ আরও কয়েকজন ক্রিকেটার তাদের ব্যাট নিলামে তুলবেন বলে জানিয়েছেন। তাদের পাশাপাশি এবার একইরকম উদ্যোগ নিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক স্ট্রাইকার আলফাজ আহমেদ। তিনি সাফ ফুটবলে তার স্মারক জার্সি নিলামে তুলবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।