ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

৪ মে অনুশীলনে ফিরবে রিয়াল-বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
৪ মে অনুশীলনে ফিরবে রিয়াল-বার্সা

করোনা ভাইরাসের প্রভাবে প্রায় সব দেশের ফুটবল বন্ধ। বন্ধ রয়েছে স্পেনের জমকালো ফুটবল লিগগুলোও। তবে দেশটির পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হওয়ায় লকডাউন কিছুটা শিথিল করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস ঘোষণা দেন, দেশটির পেশাদার অ্যাথলেটরা আগামী ৪ মে থেকে অনুশলীন শুরু করতে পারবে। তবে স্প্যানিশ সরকারের পরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বাড়ানো হবে পরিক্রমা। প্রথম ধাপে জিরো ফেসের অধীনে হবে।

এছাড়া খুব দ্রুতই স্পেনের ফুটবল মাঠে গড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেন সানচেস। তিনি বলেন, ‘পেশাদার অ্যাথলেটরা এককভাবে ৪ মে থেকে অনুশীলন শুরু করতে পারবে।

সানচেস বলেন, ‘জিরো ফেসের অধীনে পেশাদার ও ফেডারেশন অ্যাথলেটরা পেশাদারি লিগের অনুশীলন এককভাবে শুরু করতে পারবে। আর ফেস এক এর অধীনে মাঝারিমানের অনুশীলনের জন্য অবশ্যই নিরাপত্তা কিট পরিধান করে অনুশীলনে যেতে হবে। ’

এদিকে ফেস টু এর অংশ হিসেবে সংস্কৃতিক অনুষ্ঠানগুলো শুরু করা যেতে পারে। তবে এতে ৫০ জনের বেশি মানুষ অংশগ্রহণ করতে পারবে না। আর আউটডোরে ৪০০ জনের সম্ভাব্যতা ধরা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২০
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।