ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বায়ার্নের সহকারী কোচের নিয়োগ পেলেন মিরোস্লাভ ক্লোসা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মে ৮, ২০২০
বায়ার্নের সহকারী কোচের নিয়োগ পেলেন মিরোস্লাভ ক্লোসা মিরোস্লাভ ক্লোসা

আগামী মৌসুমের জন্য জার্মানির সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মিরোস্লাভ ক্লোসাকে সহকারি কোচ হিসেবে নিযোগ দিয়েছে তার সাবেক ক্লাব বায়ার্ন মিউনিখ। 

২০১৬ সালে ফুটবল থেকে অবসরের পর বায়ার্নের যুব দলের কোচ হিসেবে দুই বছর দায়িত্ব পালন করেন ৪১ বছর বয়সী তারকা। এবার তিনি অ্যালিয়েঞ্জ অ্যারেনার মূল দলের প্রধান কোচ হেনসি ফ্লিকের সহকারী হিসেবে আগামী মৌসুম থেকে কাজ করবেন।

 

বাভারিয়ানদের সহকারী কোচ হওয়া প্রসঙ্গে ক্লোসা বলেন, ‘কোচ হিসেবে ক্যারিয়ারে এটি আমার আরেকটি পদক্ষেপ। ’

অবশ্য ফ্লিকের সঙ্গে এর আগেও কাজ করেছেন ক্লোসা। গত মাসেই বায়ার্নের সঙ্গে চুক্তি নবায়ন করা ফ্লিক যখন জার্মানির জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তখন ২০১৪ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি।  

২০০৭ সালে যোগ দেওয়ার পর বায়ার্নের জার্সিতে চার মৌসুম খেলেছেন ক্লোসা। বুন্দেসলিগা জেতার পাশাপাশি জিতেছেন কাপ অনার্সও। এছাড়া ক্লোসা জার্মানির জাতীয় দলে ২০০১ থেকে ২০১৪ সাল পযর্ন্ত ১৩৭ ম্যাচ খেলে করেছেন ৭১ গোল।  

বায়ার্ন ছাড়াও তিনি আরেক জার্মান ক্লাব ওয়ার্ডার ব্রেমেন এবং ইতালিয়ান ক্লাব লাৎসিও’র হয়ে খেলেছেন পেশাদারি জীবনে।  

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, মে ০৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।