ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বলে চুমু-মাঠে থুথু ফেলা যাবে না

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ১৫, ২০২০
বলে চুমু-মাঠে থুথু ফেলা যাবে না ছবি: সংগৃহীত

নতুন নিয়মে মাঠে ফিরছে লাতিন আমেরিকার ফুটবল মৌসুম। মাঠে ফিরলে দেখা যাবে বেশ কিছু নিয়মের বেড়াজাল। করোনা ভাইরাসের কারণেই এই নিয়মের পরিবর্তন। মাঠে খেলোয়াড়দের থুথু ফেলা ও বলে চুমু দেওয়া পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

দক্ষিণ আমেরিকার শীর্ষ ফুটবল সংস্থা কনমেবল এক বিবৃতিতে এই তথ্য জানায়। ইতোমধ্যে এসব নিয়ম সম্পর্কে কোপা লিবের্তাদোরেস ও কোপা সুদামেরিকানার ক্লাবগুলোকেও জানিয়ে দেওয়া হয়েছে।

তবে প্রতিযোগিতামূলক ফুটবল পুনরায় কবে শুরু হবে সেই সিদ্ধান্ত এখনও হয়নি।

এছাড়া মাঠে ফুটবলাররা নাক ঝাড়তে পারবেন না এবং ম্যাচ শেষে জার্সি বদলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রত্যেক ফুটবলারকে আলাদা পানির বোতল ব্যবহার করতে হবে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ও বেঞ্চে থাকা খেলোয়াড়দের অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ০৭৫৩ ঘণ্টা, মে ১৫, ২০২০
আরএআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।