ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মাঠে ফিরেই বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, মে ১৮, ২০২০
মাঠে ফিরেই বায়ার্নের জয় ছবি:সংগৃহীত

করোনা ভাইরাসের কারণে প্রায় দুই মাস পর মাঠে ফিরেই জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। ইউনিয়ন বার্লিনকে ২-০ গোলে হারিয়ে বুন্দেসলিগায় নিজেদের শীর্ষস্থান আরও মজবুত করেছে দলটি। দলের হয়ে একটি করে গোল করেন রবার্ট লেভান্ডোভস্কি ও বাঁজামা পাভার।

মাঠে ম্যাচ গড়ালেও ইউনিয়নের মাঠেও ছিল করোনা সতর্কতা। গ্যালারি ফাঁকা থাকার পাশাপাশি, বেঞ্চের ফুটবলাররা মাস্ক পরেছিলেন।

খেলা শুরু হওয়ার ৪০তম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় বায়ার্ন। পেনাল্টি থেকে দলের লিড এনে দেন লেভান্ডোভস্কি। লিগে এদিন সর্বোচ্চ ২৬তম গোল করলেন তিনি।

পরে দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে জসুয়া কিমিচের কর্নারে হেডে গোলটি করে বায়ার্নের জয় নিশ্চিত করেন ফরাসি ডিফেন্ডার পাভার।

লিগে ২৬ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৫৮। আর ৪ পয়েন্ট কম নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড দ্বিতীয়স্থানে।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, মে ১৮, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।