ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ৩, ২০২০
প্রীতি ম্যাচ খেলার অনুমতি পেয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো

আগামী ১৭ জুন মাঠে খেলা ফেরানোর পরিকল্পনা করেছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তবে এর আগেই শীর্ষ এই লিগের ক্লাবগুলো প্রস্তুতির জন্য নিজেদের মধ্যে প্রীতি ম্যাচ খেলার অনুরোধ জানায়। আর দ্য টেলিগ্রাফের বরাতে জানা যায়, এমন অনুরোধো ইতিবাচক সাড়া দিয়েছে প্রিমিয়ার লিগ। তবে এর জন্য কঠোর কিছু নির্দেশিকা মেনে নিতে বলা হয়েছে।

এর আগে গত সোমবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিগের শীর্ষে থাকা লিভারপুল ১১ জনের দুটি দল করে নিজেদের মধ্যে ম্যাচ খেলে।

বিভিন্ন সংবাদমাধ্যমে জানা যায়, প্রীতি ম্যাচগুলো স্টেডিয়াম অথবা অনুশীলন মাঠে হতে পারে।

এদিকে লিগ কর্তৃপক্ষ বেশ কিছু শর্ত দিয়ে রেখেছে এই প্রীতি ম্যাচের জন্য। প্রথমত অংশগ্রহণ করা সব ফুটবলারের করোনা নেগেটিভ হতে হবে। প্রতিটি জায়গাকে জীবাণুমুক্ত করতে হবে। এছাড়া সামাজিক দূরত্ব মেনে হলতে হবে।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জুন ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।