ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কলিনদ্রেসকে বিদায় জানালো বসুন্ধরা কিংস

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, জুন ১০, ২০২০
কলিনদ্রেসকে বিদায় জানালো বসুন্ধরা কিংস বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোন, বিদায়ী অধিনায়ক কলিনদ্রেস এবং ক্লাব প্রেসিডেন্ট ইমরুল হাসান

বাংলাদেশের ঘরোয়া ফুটবলে নবজাগরণ তৈরি করেছে পেশাদার ফুটবল ক্লাব বসুন্ধরা কিংস। ঘরোয়া শীর্ষ ফুটবল লিগে নিজেদের প্রথম মৌসুম থেকেই একের পর এক সাফল্যে সবাইকে হতবাক করে দিয়েছে তারকাখচিত ক্লাবটি। আর বসুন্ধরা কিংসের এই অবাক করা সাফল্যের নেতৃত্ব দিয়েছেন ক্লাবটির কোস্টারিকান স্ট্রাইকার দানিয়েল কলিনদ্রেস। তবে এবার বসুন্ধরার সঙ্গে পথচলার পরিসমাপ্তি ঘটেছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন এই তারকার। 

চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বুধবার (জুন ১০) আনুষ্ঠানিকভাবে বসুন্ধরা কিংসকে বিদায় জানিয়েছেন কলিনদ্রেস। বসুন্ধরার জার্সি গায়ে আর দেখা যাবে না তাকে।

 

.

কলিন্দ্রেসের বিদায় উপলক্ষে নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি দীর্ঘ বার্তা দিয়েছে বসুন্ধরা কিংস। সেই বিদায় বার্তাটি হুবুহু তুলে ধরা হলো-

‘এলেন, দেখলেন, জয় করলেন!

বসুন্ধরা কিংসের সাথে দানিয়েল কলিনদ্রেস সোলেরার গল্পটাও ঠিক এমন। একটি নতুন দলে যোগ দিয়ে তিনি সম্ভব সব শিরোপাই জিতিয়েছেন বসুন্ধরা কিংসকে। আমাদের ক্লাবের সেরা মুহুর্তগুলো তার হাত ধরেই এসেছে। সেই সাথে তিনি তার নাম লিখে দিয়েছেন বাংলাদেশের পেশাদার ফুটবল ইতিহাসেও।

এই কোস্টারিকান ফুটবলারকে আর দেখা যাবে না কিংসের জার্সিতে। '২৬' নম্বর জার্সিতে ফুটবল মাঠে আর হয়ত দেখা যাবে না তার সেই দুই বাহু মেলে গোল উদযাপন। তবে বসুন্ধরা কিংসের প্রথম সুপারস্টারকে মনে রাখবে প্রতিটি কিংস ভক্ত এবং এদেশের প্রতিটি ফুটবলপ্রেমী।

ধন্যবাদ, দানিয়েল কলিনদ্রেস সোলেরা। ’

.কিংসের হয়ে একটি স্বাধীনতা কাপ, একটি লিগ শিরোপা এবং দুটি ফেডারেশন কাপ জিতেছেন কলিনদ্রেস। ২০১৮ সালে ক্লাবে যোগ দেওয়ার পর মোট ২৬টি গোল এসেছে এই স্ট্রাইকারের পা থেকে।

কলিনদ্রেসের সঙ্গে চুক্তি শেষ হওয়া নিয়ে বসন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান বলেন, ‘আসলে এই মুহূর্তে আমাদের এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বন্ধ আছে। কলিনদ্রেসের সঙ্গে আমাদের চুক্তি শেষ হয়ে গেছে মে মাসে। এএফসি কাপ শুরু হবে অক্টোবর নাগাদ। এই যে দীর্ঘ সময় একটা বিরতি, এই সময় তাকে আসলে বসিয়ে রেখে বেতন দেওয়াটা আমাদের জন্য একটা বিশাল কষ্টের ব্যাপার। তাই ওর সঙ্গে আমরা চুক্তির সমাপ্তি ঘোষণা করছি। ’

.বসুন্ধরা কিংসের এএফসি কাপের মিশন শুরু হতে এখনো চার মাসের মতো সময় বাকি আছে। ক্লাব প্রেসিডেন্ট জানিয়েছেন, এএফসি কাপের কথা চিন্তা করে আরও ভালো মানের ফুটবলার দলে ভেড়াতে চায় বসুন্ধরা কিংস।  

তিনি বলেন, ‘এএফসি কাপে আমরা অংশগ্রহণ করবো। আমাদের চিন্তা-ভাবনা আছে যে ওর (কলিনদ্রেস) সমান কিংবা ওর থেকে ভালো কোনো প্লেয়ারকে আমরা দলভুক্ত করতে পারি কিনা। যাতে আমরা এএফসি কাপে ভালো রেজাল্ট করতে পারি। আমরা অনেকের সঙ্গেই কথা বলছি, যোগাযোগ করছি। দেখা যাক কি হয়। ’

কলিনদ্রেসের এমন উদযাপনের দৃশ্য আর দেখা যাবে নাবাংলোদেশ সময়: ২০০৪ ঘণ্টা, জুন ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।