ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অবশেষে ফিরছে লা লিগা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ১১, ২০২০
অবশেষে ফিরছে লা লিগা

করোনা ভাইরাস মহামারিতে ফুটবল স্থগিত হওয়ার পর তিন মাসের বেশি সময় অতিবাহিত হয়েছে। এর মাঝে অনেক লিগ বন্ধ বা বাতিল করা হয়েছে। তবে স্প্যানিশ লা লিগা যে ফিরবে তা নিয়ে দর্শক-সমর্থকদের মাঝে কোনো সন্দেহ ছিল না। অবশেষে করোনার অবিশ্বাস্য হানা সামলে ঠিকই ফিরছে ইউরোপের অন্যতম শীর্ষ এই লিগ।

৯৫ দিন আগে সেভিয়ার মাঠে সর্বশেষ ফুটবল ম্যাচ মাঠে গড়িয়েছিল। এরপর দুই দিন পর রিয়াল সোসিয়েদাদ বনাম এইবারের ম্যাচটি অনুষ্ঠিত হয় দর্শকশুন্য মাঠে।

স্থগিত হওয়ার আগে সেটাই ছিল লা লিগার শেষ ম্যাচ। ফুটবলভক্তদের মনে শঙ্কা ছিল এই মৌসুম হয়তো বাতিল করা হতে পারে। কিন্তু সব শঙ্কা কাটিয়ে ফুটবল ফিরছে।

বৃহস্পতিবার (১১ জুন) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় সমর্থকদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটতে যাচ্ছে। সেভিয়া বনাম রিয়াল বেতিসের গ্র্যান ডার্বি ম্যাচ দিয়ে ফের লা লিগার মৌসুম শুরু হচ্ছে। ম্যাচটি গড়াবে সেভিয়ার মাঠে।  

সেভিয়া বনাম বেতিস শুধুমাত্র একটি ফুটবল ম্যাচ নয়, এটি আবেগের উপলক্ষও বটে। তবে দর্শকবিহীন গ্যালারি খেলার আসল মজা অনেকটাই ‘নাই’ করে দেবে সন্দেহ নেই। কিন্তু দর্শকরা টেলিভিশনের পর্দায় ঠিকই উপভোগ করতে পারবেন।

প্রায় ২ হাজার ২৮০ ঘণ্টা আগে রিয়াল মাদ্রিদকে হারিয়ে চমকে দিয়েছিল বেতিস। কিন্তু ফুটবল ফিরেছে, লা লিগা ফিরেছে। নতুন ‘স্বাভাবিক’ এ কেমন হবে ফুটবল সেটাই এখন দেখার বিষয়।  

লা লিগায় দুই বড় দল তথা বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদকে মাঠে নামতে দেখার জন্য অপেক্ষা করতে হবে ১৩ তারিখ পর্যন্ত। মায়োর্কার বিপক্ষে ১৩ জুন দিনগত রাত ২টায় মাঠে নামবেন মেসিরা।  ১৪ জুন রাতে এইবারের মোকাবিলা করবে জিদানের শিষ্যরা। লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সার চেয়ে এখন পর্যন্ত ২ পয়েন্ট পিছিয়ে আছে রিয়াল।

বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জুন ১১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।