ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর দেশেই সম্পন্ন হবে চ্যাম্পিয়নস লিগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, জুন ১৭, ২০২০
রোনালদোর দেশেই সম্পন্ন হবে চ্যাম্পিয়নস লিগ ছবি: সংগৃহীত

করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া চ্যাম্পিয়নস লিগ ফের শুরু হচ্ছে। তবে কোয়ার্টার ফাইনাল থেকে বাকি সব ম্যাচ একই ভেন্যুতে গড়াবে। আর সেই ভেন্যু হলো ক্রিস্টিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের রাজধানী লিসবন। ২৩ আগস্ট আসরের ফাইনালও এখানেই অনুষ্ঠিত হবে। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' এমনটাই জানিয়েছে।

এদিকে ইউরোপা লিগের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য বাছাই করা হয়েছে জার্মানিকে এবং নারীদের চ্যাম্পিয়নস লিগ গড়াবে স্পেনের স্যান সেবাস্তিয়ান ও বিলবাওয়ে।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগের ম্যাচগুলো অবশ্য প্রথম লেগের সফরকারী দলগুলোর ঘরের মাঠে অনুষ্ঠিত হবে।

তবে শেষ আটের ম্যাচগুলো এক লেগেই শেষ হবে। ইউরোপা লিগের শেষ আটেও একই নিয়ম অনুসরণ করা হবে।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুন ১৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।