ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

অনুশীলনে ফিরলেন নেইমার-এমবাপ্পেরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, জুন ২৫, ২০২০
অনুশীলনে ফিরলেন নেইমার-এমবাপ্পেরা নেইমার ও এমবাপ্পে

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছিল ইউরোপের শীর্ষ ফুটবল লিগগুলো। তারমধ্যে শীর্ষ চার লিগের ফুটবলের চলতি মৌসুম ফের শুরু হলেও আর মাঠে ফিরেনি ফ্রেঞ্চ লিগ ওয়ান। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকায় শিরোপা ধরে রাখে গত আসরের চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।

এবার শুরু হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। করোনার কারণে দ্বিতীয় রাউন্ড চলাকালীন স্থগিত হয়ে গিয়েছিল ইউরোপের ক্লাব শ্রেষ্ঠত্বের চলতি মৌসুমের এ লড়াইও।

এবার চ্যাম্পিয়নস লিগকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন পিএসজি তারকারা।  

বৃহস্পতিবার (২৫ মার্চ) প্যারিসে অনুশীলনে ফিরতে দেখা গেছে নেইমার, অ্যাঙ্গেল ডি মারিয়া, কিলিয়ান এমবাপ্পে, থিয়াগো সিলভা, মাউরো ইকার্দিদের। করোনার সংক্রমণ এড়াতে সব তারকাই ছিলেন মাস্ক পরিহিত অবস্থায়।  

পিএসজি’র এখন লক্ষ্য চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল নিশ্চিত করা। দ্বিতীয় রাউন্ডে জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে টমাস টুখেলের দল।  

আগস্টে পর্তুগালের লিসবনে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে চ্যাম্পিয়নস লিগের চলতি আসরের বাকি ম্যাচগুলো। তার আগে প্রতিযোগিতামূলক ম্যাচ বলতে পিএসজির হাতে আছে ২৪ ও ৩১ জুলাইতে হতে যাওয়া কোপ দে ফ্রান্স এবং কোপ দে লা লিগের ফাইনাল।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, জুন ২৫, ২০২০
ইউবি  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।