ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর জোড়া পেনাল্টিতে হার এড়ালো জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
রোনালদোর জোড়া পেনাল্টিতে হার এড়ালো জুভেন্টাস পেনাল্টি নিচ্ছেন রোনালদো

টানা অষ্টম সিরি’আ জয়ের পথে পয়েন্ট বিসর্জন দিয়েছে জুভেন্টাস। ভাগ্য ভালো তাদের। নয়তো নিজেদের মাঠ তুরিনেই হার নিয়ে মাঠ ছাড়তে হতো মাউরিসিও সরির দলকে। আতালান্তার বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদোর পেনাল্টিতে ২-২ গোলে ড্র করেছে জুভরা। 

শনিবার (১১ জুলাই) রাতে দুভান জাপাতার গোলে শুরুতে এগিয়ে যায় আতালান্তা। জুভদের সেই ব্যবধান গোছাতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পযর্ন্ত।

বিরতির পর ৫৪তম মিনিটে পেনাল্টি বক্সে হ্যান্ডবল করে বসেন আতালান্তার ডাচ ডিফেন্ডার মার্তেন ডে রন।  

পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটে স্পট-কিকে জুভেন্টাসকে সমতায় ফেরান রোনালদো। পর্তুগিজ উইঙ্গার পরের গোলটিও করেন পেনাল্টি থেকে। ৮০তম মিনিটে রুসলান মালিনভস্কির গোলে ফের এগিয়ে গিয়ে জয়টা প্রায় হাতের মুঠোয় নিয়েছিল আতালান্তা।  

কিন্তু ভাগ্য খারাপ তাদের। অন্তিম মুহূর্তে আবারও পেনাল্টি বক্সে হ্যান্ডবল করে বসে আতালান্তার খেলোয়াড়। এবার ভুলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড লুইস মুরিয়েল। পরাজয় যখন চোখ রাঙাচ্ছিল তখন ম্যাচের শেষ মুহূর্তে দ্বিতীয়বার পেনাল্টি কিক নিতে আসেন রোনালদো। কোনো ভুল করেননি তুরিনের প্রাণভোমরা। সমতায় ফেরে জুভেন্টাস।  এই নিয়ে সিরি’আ লিগের চলতি মৌসুমে ২৮ ম্যাচে ২৮ গোল করলেন রোনালদো।  

ড্র করলেও অবশ্য স্বস্তিতে আছে তুরিনের বুড়িরা। কারণ শিরোপা জয়ের পথে ইতোমধ্যে নিকট প্রতিদ্বন্দ্বী লাৎসিও’র সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে ৮। ৩২ ম্যাচে ৭৬ পয়েন্ট নিয়ে শীর্ষে জুভেন্টাস। সমান ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে লাৎসিও। এক পয়েন্ট নিয়ে তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে আতালান্তা। চারে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ৬৫।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুলাই ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।