ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জাহাকে বর্ণবাদী মেসেজ, গ্রেফতার ১২ বছরের বালক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
জাহাকে বর্ণবাদী মেসেজ, গ্রেফতার ১২ বছরের বালক উইলফ্রাইড জাহা

সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রিস্টাল প্যালেস ফরোয়ার্ড উইলফ্রাইড জাহাকে বর্ণবাদী মেসেজ দেওযায় গ্রেফতার করা হয়েছে এক ১২ বছরের বালককে।

রোববার (১২ জুলাই) অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের আগে কয়েকটি বর্ণবাদী মেসেজ পান জাহা। পরে বিষয়টি পুলিশ ও ক্লাব কর্তৃপক্ষকে অবগত করেন তিনি।

ম্যাচটিতে অবশ্য প্রতিপক্ষের মাঠে ২-০ ব্যবধানে হেরে যায় ক্রিস্টাল প্যালেস।

২৭ বছর বয়সী আইভরি কোস্ট ফরোয়ার্ডকে এমন বর্ণবাদী মেসেজ দেওয়াকে ‘পুরোপুরি অগ্রহণযোগ্য’ জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ।

ক্রিস্টাল প্যালেসের প্রধান কোচ রয় হজসনও এমন আচরণকে ‘কাপুরুষিত ও ঘৃণ্য’ বলে অভিহিত করেন।

এই ঘটনার পর ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডসের পুলিশ টুইটে জানায়, তারা ঘটনাটি আমলে নিচ্ছে। আর ঘণ্টাখানেক পরেই তারা অভিযুক্তকে গ্রেপ্তার করার বিষয়টি নিশ্চিত করে।

গ্রেফতার ১২ বছর বালক সলিহুলের বাসিন্দা। তাকে হাজতে নেওয়া হয়েছে। বর্ণবাদী কোনো আচরণ সহ্য করা হবে না বলেও জানায় পুলিশ।

বর্তমানে ‘ব্ল্যাকস লাইভস ম্যাটার’ নিয়ে সোচ্চার পুরো বিশ্ব। সেখানে এমন ঘটনা আবারও প্রমাণ করে, কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ের লড়াই এখনও শেষ হয়ে যায়নি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৩, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।