ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

মেসির বাবা জানালেন, বার্সার ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বৈধ নয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
মেসির বাবা জানালেন, বার্সার ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বৈধ নয় মেসি ও তার বাবা হোর্হে মেসি

লিওনেল মেসির বাবা এবং অ্যাজেন্ট হোর্হে মেসি লা লিগা’কে জানিয়েছেন, তার ছেলের জন্য বার্সেলোনার চাওয়া ৭০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ বৈধ নয়।  

তিনি এক বিবৃতিতে বলেন, গত মৌসুমে মেসির রিলিজ ক্লজ মেয়াদত্তীর্ণ হয়ে গেছে।

তবে লা লিগার দাবি, তেমনটি হয়নি। হোর্হে মেসির দাবির উত্তরে স্পেনের শীর্ষ ফুটবল লিগও এক বিবৃতি জানায়, ‘লা লিগা নোট করেছে যে, তাদের চুক্তির ব্যখ্যাটি প্রসঙ্গের বাইরে এবং আক্ষরিক অবস্থা থেকে দূরে রাখা হয়েছে। ’ এর আগে ৩০ আগস্টও একই রকম বিবৃতি দেয় লা লিগা।  

৩৩ বছর বয়সী মেসি গত সপ্তাহে বার্সার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এরপর থেকে নতুন ঠিকানা নিয়ে চলছে নানা কল্পনা-জল্পনা। তবে কাতালানরা তাকে ছাড়তে নারাজ। অন্য ক্লাব তার সঙ্গে চুক্তি করলে রিলিজ ক্লজ হিসেবে বার্সাকে দিতে হবে ৭০০ মিলিয়ন ইউরো। মেসির ক্যাম্প ন্যু ছাড়ার বিষয়ে ইতোমধ্যে তার বাবা এবং বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ’র সঙ্গে এক সাক্ষাৎও হয়েছে। তবে কোনো সমাধানে পৌঁছাতে পারেনি উভয় পক্ষ।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।