ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যানসিটির দুর্দান্ত জয়

স্পোর্টম ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
গ্রুপ পর্বের শেষ ম্যাচে ম্যানসিটির দুর্দান্ত জয়

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো আগেই নিশ্চিত হয়েছিল। এমনকি গ্রুপ চ্যাম্পিয়নও পেপ গার্দিওলার শিষ্যরা নিশ্চিত করেছিল।

তবে নিয়ম রক্ষার শেষ ম্যাচে মার্সেইয়ের বিপক্ষে ৩-০ গোলের দুর্দান্ত জয় নিয়েই শেষ করল ইংলিশ জায়ান্টরা।

বুধবার ঘরের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে সিটির হয়ে ফেররান তোরেস, সার্জিও আগুয়েরো একটি করে গোল করেন। শেষদিকে মার্সেইয়ের আলভারো গনসালেস আত্মঘাতি গোল দিলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ সেরা হয়েছে তারা। অন্য ম্যাচে জিতেছে গ্রুপ রানার্সআপ হওয়া পোর্তো, অলিম্পিয়াকোসের মাঠে ২-০ গোলে জেতা পর্তুগালের দলটির পয়েন্ট ১৩। ৩ করে পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে বিদায় নিয়েছে অলিম্পিয়াকোস ও মার্সেই।

বাংলাদেশ সময়: ১১০৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।