ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ বায়ার্নের, দ্বিতীয় রাউন্ডে অ্যাতলেটিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
জয় দিয়েই গ্রুপ পর্ব শেষ বায়ার্নের, দ্বিতীয় রাউন্ডে অ্যাতলেটিকো

স্বস্তির জয় দিয়েই চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করল বায়ার্ন মিউনিখ। লোকোমোতিভ মস্কোকে ২-০ গোলে হারিয়েছে হান্স ফ্লিকের শিষ্যরা।

বায়ার্ন অবশ্য আগেই নকআউট পর্ব, একই সঙ্গে গ্রুপের শীর্ষে থাকা নিশ্চিত করেছিল।

বুধবার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারেনায় ‘এ’ গ্রুপের শেষ রাউন্ডে বায়ার্নের হয়ে দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে নিকলাস সুলে দলকে এগিয়ে নেওয়ার পর ৮০তম মিনিটে ব্যবধান বাড়ান এরিক মাক্সিম চুপো-মোটিং।

একই সময়ে হওয়া গ্রুপের অন্য ম্যাচে সালসবুর্ককে তাদেরই মাঠে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব শেষ করল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন। দুই জয় ও তিন ড্রয়ে অ্যাতলেতিকোর ৯ পয়েন্ট। ৪ পয়েন্ট নিয়ে তিনে থাকা সালসবুর্ক খেলবে ইউরোপা লিগে। ৩ পয়েন্ট নিয়ে তলানিতে লোকোমোতিভ।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।