ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

উইগুরদের ওপর নজরদারির অভিযোগে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল গ্রিজম্যানের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
উইগুরদের ওপর নজরদারির অভিযোগে হুয়াওয়ের সঙ্গে চুক্তি বাতিল গ্রিজম্যানের আঁতোয়া গ্রিজম্যান

চীনের মুসলিম উইগুদের ওপর নজরদারিতে জড়িত থাকার কারণে দেশটির টেলিকম ফার্ম হুয়াওয়ের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছেন বার্সেলোনার ফরাসি ফুটবল তারকা আঁতোয়া গ্রিজম্যান।  

খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

 

সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে, উইগুরদের ওপর নজরদারির জন্য একটি সফটওয়্যার তৈরি করেছে হুয়াওয়ে, যা দিয়ে যে কোনো স্থানে থাকা উইগুর মুসলিমদের শনাক্ত করা যাবে।   

হুয়াওয়ে অবশ্য জোরালোভাবে দাবিটি অস্বীকার করেছে এবং বিবিসিকে জানিয়েছে, তারা গ্রিজম্যানের সিদ্ধান্তে মনঃক্ষুণ্ন।  

দীর্ঘদিন ধরে সংখ্যালঘু উইগুরদের ওপর অত্যাচার চালিয়ে আসছে চীন। এ জন্য পশ্চিম এশিয়ার জনবহুল দেশটি সমালোচিতও হচ্ছে। চীনের সরকার দশ লাখের বেশি উইগুর মুসলিমকে জিনজিয়াং প্রদেশে বন্দি শিবিরে আটকে রেখেছে। ইসলামি জীবন বিধান থেকে তাদের দূরে সরানোর জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।  

চীনের দাবি, কুসংস্কারমুক্ত আধুনিক শিক্ষা দেওয়ার জন্যই তাদের ক্যাম্পে রাখা হয়েছে।   

বেইজিং ধারাবাহিকভাবে উইগুরদের ওপর এই অত্যাচারকে অস্বীকার করে আসছে এবং জানিয়েছে এই ক্যাম্প সাজানো হয়েছে বাইরের সন্ত্রাসবাদী হামলা রুখতে এবং কর্মসংস্থান সুবিধার উন্নতি করতে।  

বাংলাদেশ সময়: ১০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।