ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ফিফার র‍্যাংকিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
ফিফার র‍্যাংকিংয়ে দুই ধাপ পেছাল বাংলাদেশ

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে কাতারের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর প্রভাব পড়েছে র‍্যাংকিংয়েও।

দুই ধাপ পিছিয়ে এখন ফিফার র‍্যাংকিংয়ে ১৮৬তম স্থানে আছে জেমি ডের দল।

গত ৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের এশিয়া অঞ্চলের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের খেলায় কাতারের মাটিতে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ। আর ম্যাচটি জিতে এক ধাপ এগিয়েছে কাতার। ২০২২ বিশ্বকাপের আয়োজক দেশটির অবস্থান ৫৮তম স্থানে।

ফিফা ওয়েবসাইটে প্রকাশিত সর্বশেষ র‍্যাংকিংয়ের শীর্ষ দশে কোনো পরিবর্তন আসেনি। আগের মতো তালিকার শীর্ষে আছে বেলজিয়াম। এরপর আছে যথাক্রমে- ফ্রান্স, ব্রাজিল, ইংল্যান্ড, পর্তুগাল, স্পেন, আর্জেন্টিনা, উরুগুয়ে, মেক্সিকো এবং ইতালি।

কাতারের কাছে বিধ্বস্ত হওয়ার আগে করোনা বিরতির পর ঘরের মাঠে 
নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচের একটিতে জয় ও অন্যটিতে ড্র করায় তিন ধাপ এগিয়ে ১৮৪তম স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু কাতার ম্যাচটি সেই স্বস্তি দীর্ঘায়িত হতে দিল না।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।