ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বুন্দেসলিগায় ফেরা স্টুটগার্টের হাতে বিধ্বস্ত ডর্টমুন্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
বুন্দেসলিগায় ফেরা স্টুটগার্টের হাতে বিধ্বস্ত ডর্টমুন্ড লজ্জাজনক হারের পর মাঠ ছাড়ছে ডর্টমুন্ড

অবনমন হওয়ায় গত মৌসুমের বুন্দেসলিগায় ছিল না স্টুটগার্ড। তবে এবার যেন তারা ফিরেছে পূর্ণ শক্তি নিয়ে।

 

নয় তো বরুশিয়া ডর্টমুন্ডের মতো জার্মান জায়ান্টকে কিনা তাদেরই মাঠে উড়িয়ে দেয়! শনিবার (১৩ ডিসেম্বর) নিজেদের লজ্জাজনক হার দেখেছে লুসিয়ান ফাভরের শিষ্যরা। স্টুটগার্ডের বিপক্ষে ৫-১ গোলে হেরেছে ডর্টমুন্ড।  

তার মধ্যে দ্বিতীয়ার্ধে ১১ মিনিটের এক ঝড়ে তিন গোল হজম করে ফাভরের দল। স্টুটগার্ডের হয়ে জোড়া গোল করেছেন ওয়ামাঙ্গিতুকা।  

এই জয়ে পয়েন্ট তালিকার সাতে ওঠে এসেছে স্টুটগার্ড। ১১ ম্যাচে তাদের পয়েন্ট ১৭। সমান ম্যাচে তাদের চেয়ে ২ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে ডর্টমুন্ড।

বাংলাদেশ সময়: ০২০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।