ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রাশফোর্ডের জোড়া গোলে ম্যানইউর জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
রাশফোর্ডের জোড়া গোলে ম্যানইউর জয় শেফিল্ডের গোলরক্ষককে স্বান্তনা দিচ্ছেন রাশফোর্ড

শুরুতে পিছিয়ে পড়েও শেফিল্ড ইউনাইটেডের মাঠে দুর্দান্ত জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। মার্কাস রাশফোর্ডের জোড়া গোলে রেড ডেভিলরা ৩-২ ব্যবধানে হারিয়েছে ব্লেডসদের।

 

ম্যাকগোল্ডরিকের গোলে ম্যাচের ৫ম মিনিটে এগিয়ে যায় শেফিল্ড। তবে প্রথমার্ধেই ইউনাইটেডকে সমতায় ফেরান রাশফোর্ড। ভিক্টর লিন্ডেলফের পাস থেকে ২৬তম মিনিটে গোল করেন ইংলিশ ফরোয়ার্ড। দ্বিতীয়ার্ধে এগিয়ে যায় ওলে গানার সুলশারের দল।  

৩৩তম মিনিটে অ্যান্থনি মার্শাল ব্যবধানটা ২-১ করেন। গোল করেই ক্ষান্ত হননি ফরাসি ফরোয়ার্ড। তার পাস থেকে ৫১তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রাশফোর্ড।  

ম্যাচের শেষদিকে একটি গোল শোধ করে সমতায় ফেরার আশা জাগায় শেফিল্ড। ৮৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে এবারও ইউনাইটেডকে অস্বস্তিতে ফেলে দেন ম্যাকগোল্ডরিক। তবে ব্যবধানটা ধরে রেখে তিন পয়েন্ট আদায় করে নেয় সুলশারের শিষ্যরা।  

এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের তালিকায় ষষ্ঠ স্থানে ওঠে এসেছে ইউনাইটেড। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৩।  

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।