ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

বসুন্ধরা কিংসকে নিয়ে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
বসুন্ধরা কিংসকে নিয়ে কোয়ার্টার ফাইনালে চট্টগ্রাম আবাহনী গোলের পর চট্টগ্রাম আবাহনীর খেলোয়াড়দের উল্লাস/ছবি: শোয়েব মিথুন

রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস অ্যান্ড সোসাইটিকে ১-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে চট্টগ্রাম আবাহনী।  

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (২৫ ডিসেম্বর) 'সি' গ্রুপের ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে চট্টগ্রাম আবাহনী।

মারুফুল হকের দলের এই জয়ে শেষ আট নিশ্চিত হয়ে গেছে বসুন্ধরা কিংসেরও। দুই দলেরই পয়েন্ট ৩।  

অন্যদিকে আগের ম্যাচে বসুন্ধরা কিংসের কাছে ৩-০ গোলে হেরেছিল গতবারের রানার্সআপ রহমতগঞ্জ। ফলে টানা দুই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল সৈয়দ গোলাম জিলানীর দল।  

ম্যাচের শুরু থেকে রহমতগঞ্জের রক্ষণে আক্রমণ চালিয়ে যেতে থাকে চট্টগ্রাম আবাহনী। তবে ফিনিশিংয়ের অভাবে সেগুলো আলোর মুখ দেখেনি। ২১তম মিনিটে সতীর্থের বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়েছিলেন দিলশাদ ভাসিয়েভ। কিন্তু রহমতগঞ্জের গোলরক্ষককে একা পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি তাজিকিস্তানের ফরোয়ার্ড।

২৬তম মিনিটে মানাফের কম গতির শট গোলরক্ষকের গ্লাভসে কমা হয়। তবে এর ১০ মিনিট পর কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় চট্টগ্রাম আবাহনী। সোহেল রানার ক্রস ধরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিক্সন প্লেসিং শটে জাল খুঁজে নেন।

দ্বিতীয়ার্ধে কিছুটা গোছানো ফুটবল খেললেও সমতায় ফিরতে পারেনি রহমতগঞ্জ। উল্টো ৭৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ পেয়ে গিয়েছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু রানার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ হন দিদিয়ের। বাকি সময় কোনো দলই আহামরি কোনো আক্রমণ শানাতে পারেনি।

আগামী সোমবার গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে বসুন্ধরা কিংস।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।