ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

চেলসি-ম্যানইউর ড্র, আর্সেনালের জয়, বেলের জোড়া গোল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৯ ঘণ্টা, মার্চ ১, ২০২১
চেলসি-ম্যানইউর ড্র, আর্সেনালের জয়, বেলের জোড়া গোল গোল করার পথে বেল

চেলসি-ম্যানচেস্টার ইউনাইটেডের ‘হাইভোল্টেজ’ ম্যাচে গোলের দেখা পায়নি কেউ। স্টামফোর্ড ব্রিজের ম্যাচটিতে দু’দল মাঠ ছাড়ে পয়েন্ট ভাগাভাগি করে।

 

অন্যদিকে দাপুটে জয় পেয়েছে আরেক ইংলিশ জায়ান্ট আর্সেনাল। শুরুতে পিছিয়ে পড়েও লেস্টার সিটিকে তাদেরই মাঠে ৩-১ ব্যবধানে হারিয়েছে গানাররা।

ম্যাচের ষষ্ঠ মিনিটে থিলেমান্সের গোলে এগিয়ে যায় লেস্টার। ৩৯ মিনিটে ডেভিড লুইসের গোলে সমতায় ফেরে আর্সেনাল। প্রথমার্ধের যোগ করা দ্বিতীয় মিনিটে গানারদের এগিয়ে দেন আলেক্সান্দ্রে লাকাজাত্তে। ৫২তম মিনিটে আর্সেনালের হয়ে তৃতীয় গোল করেন পেপে।  

অন্যদিকে গ্যারেথ বেল নৈপুণ্যে বড় জয় পেয়েছে টটেনহাম। ওয়েলস উইঙ্গারের জোড়া গোল ও এক অ্যাসিস্টে ঘরের মাঠে বার্নলিকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে স্পার্সরা।  

ম্যাচের দ্বিতীয় মিনিটে টটেনহামকে এগিয়ে দেন বেল। নিজের দ্বিতীয় গোল করেন ৫৫ মিনিটে। দু’টি গোলই করেছেন সং হিয়ুং-মিনের পাস থেকে। বিরতিতে যাওয়ার আগে ১৫তম মিনিটে হ্যারি কেন ও ৩১তম মিনিটে লুকাস মাউরার গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় হোসে মরিনহোর দল। কেনের গোলটিতে অ্যাসিস্ট করেন বেল।

এই জয়ে ২৫ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের পয়েন্ট তালিকার আটে ওঠে এসেছে টটেনহাম। ২৬ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে দশে আর্সেনাল। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে চারে চেলসি। ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড।  

বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২১
ইউবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।