ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মে ২০, ২০২১
ইতালিয়ান কাপের চ্যাম্পিয়ন জুভেন্টাস

বাজে পারফরম্যান্সে নিজেদের সম্পদ বানিয়ে ফেলা সিরি’আ লিগ হাতছাড়া হয়েছে। তবে এই হতাশা কাটিয়ে দুই মৌসুম পর ইতালিয়ান কাপ জিতল জুভেন্টাস।

ফাইনালে আতালান্তাকে ২-১ গোলে হারিয়েছে আন্দ্রে পিরলোর শিষ্যরা।

বুধবার রেজ্জিও মাপেইয়ের মাপেই স্টেডিয়ামে এ জয়ে প্রতিযোগিতাটির রেকর্ড চ্যাম্পিয়নর হলো তুরিনের বুড়িরা। ইতালির দ্বিতীয় সেরা টুর্নামেন্টে এটি তাদের চতুর্দশ শিরোপা। দেজান কুলুসেভস্কির গোলে তারা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন রুসলান মালিনভস্কি। দ্বিতীয়ার্ধে জুভেন্টাসের জয়সূচক গোলটি করেন ফেদেরিকো চিয়েসা।

টানা ৯ মৌসুম পর লিগ শিরোপা হারানো জুভেন্টাস ৩১তম মিনিটে খেলার ধারার বিপরীতে এগিয়ে যায়। সতীর্থের পা হয়ে বল পেয়ে দুর্দান্ত এক শট নেন কুলুসেভস্কি। বল বাঁক খেয়ে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে পায়।

অবশ্য ৪১তম মিনিটে সমতায় ফেরে আতালান্তা। ডি-বক্সের মুখ থেকে জোরালো শটে গোলরক্ষক বুফ্ফনকে পরাস্ত করেন ইউক্রেনের মিডফিল্ডার মালিনভস্কি।

বিরতির পর ইউভেন্তুসের খেলার ধার কিছুটা বাড়ে। ৭৩তম মিনিটে ফের এগিয়ে যায় জুভেন্টাস। বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে কুলুসেভস্কিকে পাস দিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন চিয়েসা। প্রথম গোলদাতা চোখের পলকে বাড়ান ফিরতি পাস, বল ধরে একটু এগিয়ে ‘ওয়ান-অন-ওয়ানে’ গোলরক্ষকে ফাঁকি দিয়ে জয়সূচক গোলটি করেন তিনি।

বাংলাদেশ সময়: ০৮৫৩ ঘণ্টা, মে ২০, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।