ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আলী দাইয়ির আরও কাছে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, জুন ১০, ২০২১
আলী দাইয়ির আরও কাছে রোনালদো আলী দাইয়ি ও ক্রিস্টিয়ানো রোনালদো/ছবি: সংগৃহীত

আর মাত্র ৬ গোল করলেই ইরানের কিংবদন্তি স্ট্রাইকার আলী দাইয়িকে পেছনে ফেলে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক হবেন ক্রিস্টিয়ানো রোনালদো।

বুধবার রাতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ইসরায়েলকে ৪-০ ব্যবধানে হারিয়েছে পর্তুগাল।

ইউরোর মূল পর্বে নামার আগে প্রস্তুতি সেরে নেওয়ার এই ম্যাচে গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডের আরও কাছে পৌঁছে গেছেন পর্তুগিজ উইঙ্গার।

পর্তুগিজদের বড় ব্যবধানে এই জয়ের নায়ক অবশ্য রোনালদো নন, দুই গোল আর এক অ্যাসিস্টের মাধ্যমে জয়ের নায়ক বনে গেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে ম্যাচে এক গোল করে রোনালদো ঠিকই এগিয়ে গেলেন অনন্য রেকর্ডের দিকে।

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটি এখনও ইরানের আলী দাইয়ির দখলে। জাতীয় দলের জার্সিতে ১০৯টি গোল করেছিলেন তিনি। অন্যদিকে রোনালদোর বর্তমান গোলসংখ্যা ১০৪টি। অর্থাৎ, দাইয়িকে ছাড়িয়ে যেতে রোনালদোর প্রয়োজন আর মাত্র ৬ গোল।

বাংলাদেশ সময়:  ১৫১১ ঘণ্টা, জুন ১০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।