ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

রোনালদোর বোতলকাণ্ডে কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২১
রোনালদোর বোতলকাণ্ডে কোকাকোলার ক্ষতি ৩৪ হাজার কোটি!

সংবাদ সম্মেলনের টেবিল থেকে কোকাকোলার বোতল সরিয়ে রেখে তুলকালাম বাধিয়ে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ উইঙ্গারের এই কাণ্ডে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে বিখ্যাত কোমল পানীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি।

 

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র রিপোর্ট অনুযায়ী, রোনালদো কোকাকোলার বদলে পানি খাওয়ার আহ্বান জানানোর পর শেয়ারের দাম কমে যাওয়ায় প্রায় চার শ কোটি ডলার (বাংলাদেশের মুদ্রায় প্রায় ৩৪ হাজার কোটি টাকা) হারিয়েছে কোম্পানিটি।

ওই সংবাদ সম্মেলনের আগে কোকাকোলার শেয়ারের দাম ছিল প্রায় ৫৬.১০ ডলার করে। কিন্তু অল্প সময়ের মধ্যে কোকাকোলার শেয়ারের দাম কমে হয় ৫৫.২২ ডলার। শেয়ারের দাম ১.৬ শতাংশ কমে যাওয়ায় বড় অঙ্কের ক্ষতি হয়েছে তাদের। তাদের মূল্য ২৪ হাজার ২০০ কোটি ডলার থেকে হ্রাস পেয়ে দাঁড়ায় ২৩ হাজার ৮০০ কোটি ডলারে। অর্থাৎ প্রতিষ্ঠানটি হারিয়েছে ৪০০ কোটি ডলার।

এবারের ইউরোর অফিসিয়াল স্পন্সর কোকাকোলা। তবে পর্তুগাল-হাঙ্গেরির ম্যাচের আগে পর্তুগিজ অধিনায়ক টেবিল থেকে কোকাকোলার বোতল দূরে সরিয়ে রাখেন। এরপর সবাইকে পানি পান করার আহ্বান জানিয়ে একটি পানির বোতল সামনে রেখে সংবাদ সম্মেলন শুরু করেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী তারকা।

তবে রোনালদোর কোকাকোলা নিয়ে এমন অবস্থান কিন্তু নতুন কিছু নয়। সাস্থ্য সচেতন জুভেন্টাস তারকা অনেক আগে থেকেই কোমল পানীয় এবং প্রক্রিয়াজাত খাবার অপছন্দ করেন। এর আগে এক সাক্ষাৎকারে কোকাকোলা নিয়ে তিনি বলেন, ‘মাঝে মাঝে আমার ছেলে (ক্রিস্টিয়ানো জুনিয়র) কোকাকোলা কিংবা ফান্টা পান করে এবং চিপস খায়। সে জানে আমি এটা পছন্দ করি না। ’

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, জুন ১৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।