ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

গোল্ডেন বুটের লড়াইয়ে কোপায় এগিয়ে যারা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২১
গোল্ডেন বুটের লড়াইয়ে কোপায় এগিয়ে যারা

একেবারে শেষ দিকে চলে এসেছে কোপা আমেরিকার ফুটবল লড়াই। বাকি আছে কেবল আর দুটি ম্যাচ, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল।

রোববার ভোরে আর্জেন্টিনা-ব্রাজিল নামবে শিরোপার লড়াইয়ে। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কার নিয়েও আর্কষণ রয়েছে দর্শকদের। কে পাচ্ছেন এবারের আসরের গোল্ডেন বুট? এই প্রশ্নের সম্ভাব্য উত্তর হতে পারে ‘লিওনেল মেসি’। ৪ গোল করে এখন পর্যন্ত এগিয়ে আছেন তিনিই।

সর্বোচ্চ গোলের তালিকায় মেসির পরই রয়েছেন তার সতীর্থ লাওতারো মার্টিনেস। তিনটি গোল করেছেন এই ফরোয়ার্ড। দু’টি করে গোল করেছেন ১১ জন। এর মধ্যে আছেন ব্রাজিলীয় তারকা নেইমারও।

এছাড়া দুটি গোল করেছেন আর্জেন্টিনার পাপু গোমেজ। পেরু ও কলম্বিয়ার বেশ কয়েকজন করেছেন দুই গোল করে। তবে তৃতীয় স্থান নির্ধারণীতে বিশেষ কিছু করলে তাদের মধ্যে কেউ ছাড়িয়ে যেতে পারেন মেসি-নেইমারদের। তবে এটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তাই বলা যায়, মেসি, নেইমার বা মার্টিনেসের মধ্যে কেউই জিততে চলেছেন এবারের গোল্ডেন বুট।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।