ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল: বলসোনারো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, জুলাই ৯, ২০২১
আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারাবে ব্রাজিল: বলসোনারো ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ঠোঁটকাটা স্বভাবের কথা কারো অজানা নয়। বেফাঁস মন্তব্য করে শিরোনামে থাকার অভ্যাসও তার বহু পুরনো।

এবার কোপা আমেরিকার ফাইনাল নিয়েও ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছেন এই ডানপন্থী প্রেসিডেন্ট। তিনি বেশ গর্বের সঙ্গে ঘোষণা (!) দিয়েছেন, ফাইনালে আর্জেন্টিনাকে ৫-০ গোলে হারিয়ে শিরোপা জিতবে ব্রাজিল।

১৪ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে দেখা হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনার। আগামী রোববার (১১ জুলাই) ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে কোপা আমেরিকার শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে দুই লাতিন ফুটবল পরাশক্তি।

ফাইনাল এমনিতেই রোমাঞ্চকর, তার মধ্যে ব্রাজিল-আর্জেন্টিনা দ্বৈরথ, নেইমার-মেসির শ্রেষ্ঠত্বের লড়াই। সব মিলিয়ে উত্তেজনা আর রোমাঞ্চের পারদ বেড়ে অসীম পর্যায়ে উঠেছে। শুধু লাতিন আমেরিকা নয়, উত্তেজনার পারদে ফুটছে পুরো ফুটবলবিশ্ব।

ফাইনাল যত কাছাকাছি হচ্ছে, ততই যেন আলোচনা, জল্পনা-কল্পনা বেড়েই চলেছে। কেমন হবে কৌশল, একাদশে থাকবেন কে, ফলাফলই বা কেমন হবে তা নিয়েও আছে আলোচনা। এরই মধ্যে ব্রাজিলের রাষ্ট্রপতি করে বসলেন এক ভবিষ্যদ্বাণী।  

দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে এক বৈঠক হয়েছিল গতকাল বৃহস্পতিবার রাতে। সেখানে হাজির ছিলেন কোপা আমেরিকার ফাইনালে থাকা দুই দেশ ব্রাজিল ও আর্জেন্টিনার দুই রাষ্ট্রপতিও। অবধারিতভাবেই সেখানে উঠে এলো চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের লড়াইয়ের প্রসঙ্গটি। তখন আর্জেন্টাইন রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজের সামনেই ব্রাজিলের প্রেসিডেন্ট বলেন, ‘ব্রাজিল ম্যাচটা জিতবে ৫-০ ব্যবধানে। ’ 

তবে এটাই হবে দুই দেশের একমাত্র মুখোমুখি লড়াই। এর বাইরে আর কোনো লড়াই নেই দুই দেশের মধ্যে, ইঙ্গিত দিয়ে বলসোনারো বলেন, ‘একমাত্র যে লড়াইটা হবে আগামী রোববার, তা হবে মারাকানায়, ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে; এর বাইরে কিছু নয়। ’

এ কথা বলে বলসোনারো রসিকতা করে পাঁচ আঙুলও দেখিয়েছেন আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে। ফের্নান্দেজ অবশ্য এর জবাবে কিছুই বলেননি, মুচকি হেসেছেন শুধু। এখন দেখার শেষ হাসিটা কে হাসেন।

বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।