ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

কোপার সেরা একাদশে মেসি-নেইমার, নেই দি মারিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
কোপার সেরা একাদশে মেসি-নেইমার, নেই দি মারিয়া

সদ্য সমাপ্ত কোপা আমেরিকার সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। সেই একাদশে আছেন লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।

তবে জায়গা হয়নি ফাইনালের নায়ক আনহেল দি মারিয়ার।  

মঙ্গলবার রাতে টুইটারে সেরা একাদশ ঘোষণা করে টুর্নামেন্টের আয়োজক ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।  

অনুমিতভাবে কোপার সেরা একাদশে চ্যাম্পিয়ন আর্জেন্টিনারই জয়জয়কার। একাদশের চারজনই আর্জেন্টাইন। রানার্সআপ ব্রাজিলের ৩ জন জায়গা করে নিয়েছেন। এছাড়া চিলি, ইকুয়েডর, কলম্বিয়া ও পেরু থেকে জায়গা পেয়েছেন একজন করে।

আর্জেন্টিনার ৪ জন- ‘গোল্ডেন বল’ ও ‘গোল্ডেন বুট’ জেতা লিওনেল মেসি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, রদ্রিগো দে পল ও ক্রিস্তিয়ান রোমেরো।

অন্যদিকে ব্রাজিলের ৩ জন- আসরের অন্যতম সেরা তারকা নেইমার, ডিফেন্ডার মার্কিনিয়োস ও মিডফিল্ডার কাসেমিরো।  

একনজরে কোপা আমেরিকার সেরা একাদশ:

গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেস (আর্জেন্টিনা)।

ডিফেন্ডার: মাউরিসিও ইসলা (চিলি), মার্কিনিয়োস (ব্রাজিল), পেরভিস এস্তুপিনান (ইকুয়েডর) ও ক্রিস্তিয়ান রোমেরো (আর্জেন্টিনা)।

মিডফিল্ডার: রদ্রিগো দে পল (আর্জেন্টিনা), ইয়োশিমার ইয়োতুন (পেরু) ও কাসেমিরো (ব্রাজিল)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (আর্জেন্টিনা), নেইমার (ব্রাজিল) ও লুইস দিয়াস (কলম্বিয়া)।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।