ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফুটবল

নেশন্স লিগের ‘মৃত্যুকূপ’ গ্রুপে ইতালি-জার্মানি-ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
নেশন্স লিগের ‘মৃত্যুকূপ’ গ্রুপে ইতালি-জার্মানি-ইংল্যান্ড

উয়েফা নেশন্স লিগের যাত্রা শুরু হয়েছে ২০১৮ সালে। ২০২২ সালে বসবে টুর্নামেন্টটির তৃতীয় আসর।

সুইজারল্যান্ডের নিয়নে নেশন্স লিগের ২০২২-২৩ আসরের প্রাথমিক পর্বের ড্র অনুষ্ঠিত হয়।

ড্রয়ে একই গ্রুপে পড়েছে ইউরোপিয়ান ফুটবলের তিন পরাশক্তি ইতালি, জার্মানি ও ইংল্যান্ড। এই গ্রুপকেই এবারের নেশন্স কাপের ‘গ্রুপ অফ ডেথ’ বলা হচ্ছে। গ্রুপ এ-‘থ্রি’র চতুর্থ দল হাঙ্গেরি। বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সের গ্রুপ ’ওয়ান’ এ আছে ডেনমার্ক, ক্রোয়েশিয়া ও অস্ট্রিয়া।

প্রতি গ্রুপের সেরা দলই উঠবে শিরোপা লড়াইয়ের ফাইনালসে।

গতবারের রানার্স-আপ স্পেনও পড়েছে কঠিন গ্রুপে। গ্রুপ ‘টু’তে স্পেনকে লড়তে হবে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের বিরুদ্ধে। তাদের সঙ্গে অন্য দুই দল সুইজারল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।

আগামী বছর নভেম্বরে শুরু হবে কাতার বিশ্বকাপ। এর আগেই শেষ হয়ে যাবে নেশন্স লিগের গ্রুপ পর্বের লড়াই। আর শীর্ষ-স্তরের শিরোপা লড়াই হবে ২০২৩ সালে।

গ্রুপ এ ১: অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স

গ্রুপ এ ২: চেক রিপাবলিক, সুইজারল্যান্ড, পর্তুগাল, স্পেন

গ্রুপ এ ৩: হাঙ্গেরি, ইংল্যান্ড, জার্মানি, ইতালি

গ্রুপ এ ৪: ওয়েলস, পোল্যান্ড, নেদারল্যান্ডস, বেলজিয়াম

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।