ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

দাপুটে জয়ে দুইয়ে লিভারপুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
দাপুটে জয়ে দুইয়ে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে উড়িয়ে তিন ম্যাচ পর জয়ে ফিরল লিভারপুল। এ জয়ে চেলসিকে হটিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এলো ইয়র্গেন ক্লপের শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন ফাবিনিয়ো, অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন ও তাকুমি মিনামিনো।

রোববার ঘরের মাঠ অ্যানফিল্ডে নিচের দল ব্রেন্টফোর্ডকে আতিথেয়তা জানায় লিভারপুল।

এর আগে গত তিন রাউন্ডের দুটিতে তারা ড্র করেছিল টটেনহ্যাম হটস্পার ও চেলসির সঙ্গে। মাঝে হেরেছিল লেস্টার সিটির বিপক্ষে।

ম্যাচের ৪৪তম মিনিটে লিড নেয় লিভারপুল। চেম্বারলেইনের কর্নারে জোরাল হেডে বল জালে পাঠান ব্রাজিলিয়ান মিডফিল্ডার ফাবিনিয়ো।

বিরতির পর ৬৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় অলরেডদের। অ্যান্ড্রু রবার্টসনের ক্রসে হেডে গোল করেন চেম্বারলেইন। আর ৭৭তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মিনামিনো।

লিগে ২১ ম্যাচে ১৩ জয় ও ৬ ড্রয়ে ৪৫ পয়েন্ট লিভারপুলের। ২২ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে চেলসি তিনে নেমে গেল। ব্লুজদের সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০০৫২ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।