ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রথম বৈঠক অনুষ্ঠিত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
শেখ রাসেল ক্রীড়া চক্রের প্রথম বৈঠক অনুষ্ঠিত

শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের ফুটবল স্ট্যান্ডিং কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ক্লাবের কনফারেন্স রুমে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে ফেডারেশন কাপ ও স্বাধীনতা কাপে দলের পারফরম্যান্স পর্যালোচনা করা হয়েছে। এ ছাড়া ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া পেশাদার লিগের আগে দলের প্রস্তুতি নিয়ে সভায় আলোচনা হয়।

লিগে অন্যান্য ক্লাবগুলো শক্তিশালী দল গঠন করলেও মাঠের লড়াইয়ে শেখ রাসেল ক্রীড়া চক্রের ফুটবলাররা নিজেদের সেরাটা দিয়ে খেলবে বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।

লিগে শেখ রাসেল ক্রীড়া চক্রকে নেতৃত্ব দেবেন গোলকিপার আশরাফুল ইসলাম রানা। সভায় ফুটবল স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ও শেখ রাসেল ক্রীড়া চক্রের সিনিয়র ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল ছাড়াও ক্লাবের ডিরেক্টর ইনচার্জ ইসমত আখন্দ লাভলু, ক্রীড়া পরিচালক সালেহ জামান সেলিম ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।