ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কনসার্টে গুলিতে নিহত ফুটবলারের স্ত্রী

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২২
কনসার্টে গুলিতে নিহত ফুটবলারের স্ত্রী

কনসার্টে গুলিতে নিহত হয়েছেন প্যারাগুয়ের শীর্ষপর্যায়ের এক ফুটবলারের স্ত্রী। ক্রিস্টিনা ভিতা আরান্দার মাথায় গুলি লাগার পর তাকে হাসপাতালে নেওয়া হয়।

তবে শেষ রক্ষা হয়নি, মৃত্যুর কোলে ঢোলে পড়েন ক্লাব অলিম্পিয়ার ডিফেন্ডার ইভান তোরেসের স্ত্রী।

প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনের হোসে ফ্লোরেস অ্যাম্ফিথিয়েটারে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনাটি ঘটে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অনূর্ধ্ব-২০ দলের সাবেক ফুটবলার তোরেসও সেই কনসার্টে উপস্থিত ছিলেন এবং তিনি তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করেন।

পেশায় মডেল আরান্দা অবশ্য সম্প্রতি তাদের বৈবাহিক জীবনের ১০ বছর সম্পর্কের ইতি টানার পরিকল্পনা করেছেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।