ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

মেসিকে এখনও মিস করে বার্সা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
মেসিকে এখনও মিস করে বার্সা

একটা সময় ছিল যখন বার্সেলোনায় মেসির অনুপস্থিতি চিন্তাই করা যেত না। তবে বাস্তবতা বড়ই করুণ, কাতালানদের ছেড়ে চলতি মৌসুমেই মেসি থিতু হয়েছেন পিএসজিতে।

 

যদিও এর মাঝে কেটে গেছে ছয় মাসের বেশি সময়। তবে মেসি যে নেই এটা ক্লাব বার্সা ও এর ফুটবলাররা এখন মানতে পারছে না।

এদিকে মেসিকে খোয়ানোর পর ধুঁকছে বার্সেলোনা, চ্যাম্পিয়নস লিগ থেকে নেমে গেছে ইউরোপা লিগে। লা লিগায়ও সুবিধা করতে পারছেন না জাভির শিষ্যরা। তাই এমন খারাপ সময়ে নাকি মেসিকে খুব মিস করছে। দলটির তরুণ মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং কোনো রাখঢাক না রেখে সেকথা স্বীকারও করেছেন।

গণমাধ্যম গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, শুরুতে মনে করেছিলাম, মেসির ক্লাব ছাড়ার কথা মিথ্যা। বিমানবন্দরে স্বাগত জানাতে গিয়ে জানলাম মেসি চলে যাচ্ছেন। পরেই বুঝতে পারলাম, ঘটা সত্যি। এটা সবার জন্যই বড় আঘাত ছিল। আমরা এখনও তাকে মিস করি।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।