ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

ক্যারিয়ারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রে খেলতে চান নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
ক্যারিয়ারের শেষ সময়ে যুক্তরাষ্ট্রে খেলতে চান নেইমার

ক্যারিয়ারের শেষ সময়ে যুক্তরাস্ট্রের মেজর সকার লিগে খেলার আগ্রহ প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। বর্তমানে একসময় দাপিয়ে ফুটবল খেলা অনেকেই এখন সকার লিগ মাতাচ্ছেন।

অবসরে যাওয়ার আগে তাদের পথেই হাটতে চান পিএসজির এই তারকা ফরোয়ার্ড।

বয়স হিসেব করলে মেসি-রোনালদো থেকে পাঁচ বছর কম নেইমারের বয়স। অর্থাৎ ৩০ বছর। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড পরিমান ট্রান্সফার ফিতে পিএসজিতে পাড়ি জমান ব্রাজিলিয়ান এই তারকা। তার সঙ্গে চুক্তির মেয়াদ রয়েছে ২০২৫ সাল পর্যন্ত। তখন অব্দি নেইমারের বয়স দাঁড়াবে ৩৩ বছরের মতো। যদিও তখনই যুক্তরাষ্ট্রের লিগে যাবেন কিনা, এ ব্যাপারে কিছু জানাননি ব্রাজিীলয়ান এই ফরোয়ার্ড।

অনেকেই শেষ সময়ে চায় নিজ দেশের ক্লাবের হয়ে অথবা শৈশবের ক্লাবের হয়ে খেলতে। তবে নেইমারের এমন কোনো সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন নিজেই। ফেনোমেনোস পডকাস্টে কিংবদন্তি ফরোয়ার্ড ‘ফেনোমেনন’ রোনালদোর সঙ্গে আলাপচারিতায় নেইমার বলেন, তার ব্রাজিলে ফেরার সম্ভাবনা নেই বললেই চলে। ক্যারিয়ার শেষের আগে এক মৌসুমের জন্য হলেও খেলতে চান যুক্তরাষ্ট্রের লিগে।

নেইমার বলেন, ‘জানি না আমি আবার ব্রাজিলে খেলব কি-না। এটা নিয়ে আমার কিছুটা সংশয় আছে। আমি আসলে যুক্তরাষ্ট্রে খেলতে চাই। অন্তত এক মৌসুমের জন্য হলেও সেখানে খেলতে চাই। প্রথমত, তাদের (ঘরোয়া) মৌসুমটা ছোট, তাই (সেখানে খেললে) আমি তিন মাস ছুটি পাব। ’

অবসর কবে নেবেন, এই প্রসঙ্গে নেইমার বলেন, ‘বন্ধুদের সঙ্গে মজা করে বলি যে ৩২ বছর বয়সে আমি অবসর নেব। কিন্তু এটা নিছকই একটি রসিকতা। আসলে আমি জানি না। ’

মানসিক অবস্থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন নেইমার। সবকিছু ঠিকঠাক থাকলে খেলে যেতে চান আরও কয়েকটি বছর। তিনি বলেন, ‘সত্যি বলতে, মানসিকভাবে ক্লান্ত না হওয়া পর্যন্ত আমি খেলা চালিয়ে যাব। যদি আমার মানসিক অবস্থা ঠিক থাকে এবং আমার শরীরও...শারীরিকভাবে আমি মনে করি, এখনও কয়েক বছর খেলতে পারব। কিন্তু আমার মানসিক স্বাস্থ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। ’

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।