ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

কলকাতায় খেলবে বসুন্ধরা কিংস

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
কলকাতায় খেলবে বসুন্ধরা কিংস

এশিয়ান ফুটবল কনফেডারেশন এএফসি কাপে দক্ষিণ জোনের গ্রুপ পর্বের নিরপেক্ষ ভেন্যু চূড়ান্ত করেছে। চলমান আসরের গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ হবে ভারতের কলকাতায়।

 

বৃহস্পতিবার এক বিবৃতিতে এএফসির অফিসিয়াল ওয়েবসাইটে বিষয়টি নিশ্চিত করেছে। আগামী ১৮ মে শুরু হয়ে গ্রুপ পর্বের ম্যাচ শেষ হবে ২৪ মে।

উদ্বোধনী দিনে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। কিংসের দ্বিতীয় ম্যাচ ২১ মে, মুখোমুখি হবে বাছাইপর্ব পার করে আসা দলের বিপক্ষে। শেষ ম্যাচ ২৪মে, প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা।

গ্রুপের বাকি একটি জায়গা দখলে প্রিলিমিনারি ও প্লে-অফ রাউন্ডে লড়বে ছয়টি দল। যেখানে রয়েছে বাংলাদেশের আবাহনী লিমিটেড।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।