ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

বেনজেমার জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
বেনজেমার জোড়া গোলে রিয়ালের দুর্দান্ত জয়

করিম বেনজেমার জোড়া গোল ও ভিনিসিউস জুনিয়রের নৈপুণ্যে লা লিগার ম্যাচে মায়োর্কাকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এ জয়ে ১০ পয়েন্টে এগিয়ে শীর্ষস্থান মজবুত করল কার্লো আনচেলত্তি শিষ্যরা।

মায়োর্কার মাঠে দ্বিতীয়ার্ধের দশম মিনিটে গোলের দেখা পায় রিয়াল। বেনজেমা বল ধরে বাঁ দিকে ভিনিসিউসকে খুঁজে নেন। বিনা বাধায় নিচু শটে গোলরক্ষকের পায়ের ফাঁক গলে দলকে এগিয়ে নেন তিনি।

ম্যাচেরে ৭৭তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। ডি-বক্সে ভিনিসিউস ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় তারা। পাঁচ মিনিট পরই বদলি ডিফেন্ডার মার্সেলোর ক্রসে দারুণ হেডে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন ফরাসি ফরোয়ার্ড।

২৮ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে তাদের পয়েন্ট হলো ৬৬। সমান ম্যাচে সেভিয়ার পয়েন্ট ৫৬।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।