ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

গালাতাসারাইকে হারিয়ে শেষ আটে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৪ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
গালাতাসারাইকে হারিয়ে শেষ আটে বার্সা

তুরস্কের ক্লাব গালাতাসারাইকে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা।  

কাতালান জায়ান্টরা বৃহস্পতিবার দ্বিতীয় লেগে ২-১ গোলে জয় পেয়েছে।

গালাতাসারাইয়ের ঘরের মাঠে পাওয়া এই জয় বার্সার শেষ আট নিশ্চিত করেছে। এর আগে ন্যু ক্যাম্পে প্রথম লেগের ম্যাচ গোলশূন্য ড্র হয়েছিল। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচে অপরাজিত থাকলো জাভি হার্নান্দেসের দল।

ফিরতি লেগে দুই দলেরই জয়ের বিকল্প পথ ছিল না। সে লক্ষ্যে শুরুটা ভালোই করেছিল গালাতাসারাই। ম্যাচের ২৮তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। চিচালদাওয়ের কর্নারে হেডে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কাও।  

তবে ম্যাচে ফিরতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। ৩৯তম মিনিটে পেদ্রির দারুণ গোলে সমতায় ফেরে জাভির দল।  

দ্বিতীয়ার্ধের শুরুতেই ৪৯তম মিনিটে দলীয় প্রচেষ্টায় ব্যবধান বাড়ায় বার্সেলোনা। গোল করেন পিয়েরে এমরিক অবামেয়াং।  শেষ দিকে ম্যাচে ফেরার চেষ্টা করলেও আর ঘুরে দাঁডাতে পারেনি গালাতাসারাই। ফলে দারুণ এক জয় নিয়েই মাঠ ছাড়ে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, মার্চ ১৮, ২০২২
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।