ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ফুটবল

পিএসজির স্কোয়াডে নেই মেসি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
পিএসজির স্কোয়াডে নেই মেসি

লিগ ওয়ানের ম্যাচে আজ মোনাকোর বিপক্ষে মাঠে নামছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।

তবে এই ম্যাচে পিএসজি স্কোয়াডে নেই লিওনেল মেসি।

সাতবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে ছাড়াই স্কোয়াড ঘোষণা করেছে পিএসজি। ফ্লুর কারণে মেসি সর্বশেষ ৪৮ ঘন্টা দলের সঙ্গে কোনো অনুশীলন করতে পারেননি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে বিদায় নিলেও লিগ ওয়ানে দুর্দান্ত খেলছে পিএসজি।  ২৮ ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে তারা। তাদের সংগ্রহ ৬৫ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা অলিম্পিক মার্শেই থেকেও ১৫ পয়েন্ট এগিয়ে আছে মাউরিসিও পচেত্তিনোর দল।  

অন্যদিকে কিলিয়ান এমবাপ্পের সাবেক দল মোনাকোর সময়টা ভালো যাচ্ছে না। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট, রয়েছে তালিকার নবম স্থানে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।